Sunday, August 6, 2017

অধ্যায়: 5 (শিশুর বৃদ্ধি ও বিকাশ) || Growth And Development of Child

বহুভিত্তিক প্রশ্নোত্তর: || প্রতিটি প্রশ্নের মান : 1 1) শিশুর বিকাশ হল -
ক) উচ্চতা ও ওজন বৃদ্ধি
খ) উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি
গ) কাজে পারদর্শিতা
ঘ) ওপরের কোনোটিই নয়

২) বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য হল -
ক) বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল হল মনস্তাত্ত্বিক
খ) বৃদ্ধি হল শারীরিক, বিকাশ হল সামাজিক
গ) বৃদ্ধি হল শারীরিক, বিকাশ হল নৈতিক
ঘ) বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল প্রাক্ষোভিক

৩) মনোবিদ ভেক্সলারের মতে, মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় -
ক) দশ বছর বয়সে
খ) পনেরো বছর বয়সে
গ) কুড়ি বছর বয়সে
ঘ) ত্রিশ বছর বয়সে

(৪) মনোবিদ জোনস্‌ জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন -
ক) চারটি ভাগে
খ) পাঁচটি ভাগে
গ) ছয়টি ভাগে
ঘ) সাতটি ভাগে

(৫) এরিকসন প্রাপ্ত বয়স্কদের মনোসামাজিক বিকাশকে কয়টি স্তরে বিভক্ত করেছেন?
ক) ৪ বছর বয়সে
খ) ৩ বছর বয়সে
গ) ১ বছর বয়সে
ঘ) ২ বছর বয়সে

(৬) শিশু সাধারণত কত বছর বয়সে হাঁটতে শেখে?,br /> ক) ৪ বছর বয়সে
খ) ৩ বছর বয়সে
গ) ১ বছর বয়সে
ঘ) ২ বছর বয়সে

(৭) কোন্ বয়সকালে ঝড়ঝঞ্জার কাল বলা হয়?
ক) কৈশোর কাল
খ) বাল্যকাল
গ) শৈশব কাল
ঘ) প্রাপ্তবয়স্ক

(৮) কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসাবে অভিহিত করেছেন -
ক) জোনস্‌
খ) স্ট্যানলি
গ) মন্তেসরী
ঘ) ফ্রয়েবেল

(৯) বৃদ্ধি হল -
ক) আয়তনগত পরিবর্তন
খ) গুনগত পরিবর্তন
গ) ক্রমাগত পরিবর্তন
ঘ) কোনোটিই নয়

(১০) কোন্ মনোদিব মানবজীবন বিকাশের স্তরগুলিকে দশটি ভাগে ভাগ করেছেন?
ক) রুশো
খ) পিকুনাস
গ) জোনস্
ঘ) এরিকসন

(১১) কাসা দাই বামবিনি প্রতিষ্ঠা করেন -
ক) ডিউই
খ) মন্তেসরী
গ) ফ্রয়েবেল
ঘ) বেসান্ত

(১২) এমিল গ্রন্থটি কার লেখা?
ক) রুশো
খ) ডিউই
গ) মন্তেসরী
ঘ) ফ্রয়েবেল

(১৩) নিরাপত্তার চাহিদা একটি -
ক) মানসিক চাহিদা
খ) দৈহিক চাহিদা
গ) সামাজিক চাহিদা
ঘ) প্রাক্ষোভিক চাহিদা

(১৪) কো নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
ক) মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান
খ) মাদাম মন্তেসরি
গ) রুশো
ঘ) পেস্তালৎসি

(১৫) প্রাথমিক শিক্ষার মাধ্যম হল -
ক) ইংরাজী
খ) হিন্দি
গ) বাংলা
ঘ) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা

(১৬) সহযোগিতার চাহিদা হল -
ক) মানসিক চাহিদা
খ) প্রাক্ষোভিক চাহিদা
গ) সামাজিক চাহিদা
ঘ) দৈহিক চাহিদা

(১৭) ডাইড্যাকটিক অ্যাপারেটার্স ব্যবহৃত হয় -
ক) উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে
খ) মন্তেসরি বিদ্যালয়ে
গ) কিন্ডারগার্টেন বিদ্যালয়ে
ঘ) প্রাথমিক বিদ্যালয়ে

(১৮) গান্ধিজি প্রবর্তিত শিক্ষার নাম হল -
ক) বুনিয়াদী শিক্ষা
খ) কর্ম শিক্ষা
গ) প্রাথমিক শিক্ষা
ঘ) উচ্চ প্রাথমিক শিক্ষা

(১৯) প্রাক প্রাথমিক শিক্ষাব্যবস্থার কথা প্রথম বলেন -
ক) রুশো
খ) প্লেটো
গ) মাদামকুরী
ঘ) ডিউই

(২০) শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের ব্যক্তিক্ত সংকট দেখা যায়?
ক) প্রাক প্রাথমিক স্তরে
খ) প্রাথমিক স্তরে
গ) মাধ্যমিক স্তরে
ঘ) উচ্চ মাধ্যমিক স্তরে

(২১) ঘুমের চাহিদা কোন্‌ প্রকারের চাহিদা?
ক) জৈবিক চাহিদা
খ) মানসিক চাহিদা
গ) সামাজিক চাহিদা
ঘ) প্রাক্ষোভিক চাহিদা

(২২) ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে -
ক) বয়ঃসন্ধিকাল পর্যন্ত
খ) মধ্য বয়স পর্যন্ত
গ) সারাজীবনব্যাপী
ঘ) কৈশোরকালের সমাপ্তি পর্যন্ত

(২৩) কিন্ডারগার্টেনের প্রবক্তা হলেন -
ক) মন্তেসরি
খ) ফ্রয়েবেল
গ) ডিউই
ঘ) মাদাম কুরি

(২৪) বৃদ্ধি একপ্রকার -
ক) জৈবিক
খ) রাজনৈতিক
গ) সামাজিক
ঘ) বৌদ্ধিক বিষয়

(২৫) ECCE এর পুরো কথা কি?
ক) Early Child Care and Education
খ) Early Childhood Care and Education
গ) Early Child Care and Economics
ঘ) Early Childhood Care and Economics

(২৬) DPEP এর পুরো অর্থ কি?
ক) Development Primary Education Programme
খ) Democratic Primary Education Programme
গ) District Primary Education Programme
ঘ) District Primary Educational Programme

(২৭) ICDS এর পুরো নাম কি?
ক) Integrated Child Development Scheme
খ) Indian Child of Development Society
গ) Integrated Care of Development Scheme
ঘ) International Child Development Scheme

(২৮) গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থায় সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হল -
ক) সমসুযোগ
খ) বিশেষ সুযোগ
গ) আধুনিকীকরণ
ঘ) কোনোটিই নয়

(২৯) ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হল -
ক) ১০ বছর
খ) ২০ বছর
গ) ১৮ বছর
ঘ) ২৫ বছর

(৩০) মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় -
ক) ১০ বছর
খ) ২০ বছর
গ) ৩৩ বছর
ঘ) ১৮ বছর

(৩১) প্রাপ্ত বয়স্কদের মনোসামাজিক বিকাশের ওপর কার তত্ত্ব প্রচলিত?
ক) কোহলবার্গ
খ) ব্রুনার
গ) এরিকসন
ঘ) পিঁয়াজে

(৩২) সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে বোঝায়? ক) সমাজ সমর্থিত আচরণ শিক্ষণ খ) সামাজিক ভূমিকা পালন করা গ) সামাজিক মনোভাবের বিকাশ ঘ) ওপরের সবগুলি (৩৩) ভারতের কোন্‌ শিক্ষা কমিশনে প্রাক্‌ প্রাথমিক শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় - ক) হান্টার কমিশন খ) মুদালিয়র কমিশন গ) কোঠারি কমিশন ঘ) জাতীয় শিক্ষা কমিশন (৩৪) জাতীয় শিক্ষানীতিতে (1986) প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে কোন্‌ কর্মসূচী গ্রহন করা হয়েছে? ক) মিড ডে মিল খ) শিখনের ন্যুনতম মান গ) অপারেশান ব্ল্যাকবোর্ড ঘ) ওপরের সবগুলি (৩৫) প্রাক্‌ বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন - ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) রাজা রামমোহন রায় ঘ) মহাত্মা গান্ধী (৩৬) প্রারম্ভিক বাংলা বলতে কত থেকে কত বছর পর্যন্ত বয়সকে বোঝায়? ক) ১০ বছর থেকে ১২ বছর খ) ৮ বছর থেকে ১০ বছর গ) ৬ বছর থেকে ৮ বছর ঘ) ৪ বছর থেকে ৬ বছর (৩৭) "Adolescere" কথাটির অর্থ কি? ক) পরিনত বয়সের দিকে এগিয়ে যাওয়া খ) ধীরে ধীরে বেড়ে ওঠা গ) শিশুর বিকাশ ঘ) ছোটো থেকে বেড়ে ওঠা (৩৮) পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু কতগুলি শব্দ আয়ত্ত্ব করতে পারে? ক) ১০৭২ টি খ) ২০৭২ টি গ) ৩০৭২ টি ঘ) ৪০৭২ টি (৩৯) জন্মের সময় শিশুর উচ্চতা কত থাকে? ক) ১২-১৬ ইঞ্চি খ) ১৭-২১ ইঞ্চি গ) ২২-২৪ ইঞ্চি ঘ) ২৫-২৮ ইঞ্চি (৪০) বিকাশের কোন্‌ স্তরে সমবয়সি ব্যক্তি বক্তাদের প্রভাব সবচেয়ে অধিক? ক) প্রথম বাল্যাকলে খ) উত্তর বাল্যাকালে গ) বয়ঃসন্ধিকালে ঘ) প্রাক-বয়স্ক স্তরে

No comments:

Post a Comment