Wednesday, August 19, 2015

Easy Way To Remember and Structured The Chemical Formula: VII-X Standard

Chemical Formula


কয়েকটি মৌলের নাম, চিহ্ন ও যোজ্যতা:

যোজ্যতা: 1যোজ্যতা: 2যোজ্যতা: 3যোজ্যতা: 4যোজ্যতা: 5যোজ্যতা: 6
হাইড্রোজেন (H)অক্সিজেন (O)বোরন (B)কার্বন (C)
লিথিয়াম (Li)ম্যাগনেশিয়াম (Mg)অ্যালুমিনিয়াম (Al)সিলিকন (Si)
ফ্লোরিন (F)ক্যালশিয়াম (Ca)
সোডিয়াম (Na)
ক্লোরিন (Cl)
পটাশিয়াম (K)
সিলভার (Ag)



একাধিক যোজ্যতা বিশিষ্ট কয়েকটি মৌলের নাম, চিহ্ন ও তাদের যোজ্যতা:


যোজ্যতা: ১যোজ্যতা: ২যোজ্যতা: ৩যোজ্যতা: ৪যোজ্যতা: ৫যোজ্যতা: ৬
নাইট্রোজেন (N)নাইট্রোজেন (N)নাইট্রোজেন (N)নাইট্রোজেন (N)নাইট্রোজেন (N)
সালফার (S)সালফার (S)সালফার (S)
ফসফরাস (P)ফসফরাস (P)
আর্সেনিক (As)আর্সেনিক (As)
আয়রন (Fe)আয়রন (Fe)
ক্রোমিয়াম (Cr)ক্রোমিয়াম (Cr)
টিন (Sn)টিন (Sn)
লেড (Pb)লেড (Pb)
মার্কারী (Hg)মার্কারী (Hg)
কপার (Cu)কপার (Cu)



কয়েকটি মৌল যা মূলকের ন্যায় ধাতুর সাথে যুক্ত থাকে:


যোজ্যতা: ১যোজ্যতা: ২যোজ্যতা: ৩যোজ্যতা: ৪যোজ্যতা: ৫যোজ্যতা: ৬
হাইড্রাইড (H)অক্সাইড (O)ফসফাইড (P)
ক্লোরাইড (Cl)সালফাইড (S)নাইট্রাইড (N)
ব্রোমাইড (Br)
আয়োডাইড (I)
ফ্লোরাইড (F)


কয়েকটি যৌগমূলকের নাম, সংকেত ও তাদের যোজ্যতা:


যোজ্যতা: ১যোজ্যতা: ২যোজ্যতা: ৩যোজ্যতা: ৪
হাইড্রক্সিল (OH)ক্রোমেট (\(C{r_2}{O_4}\))ফসফেট (\(P{O_4}\))
নাইট্রেট (\(N{O_3}\))ডাইক্রোমেট (\(C{r_2}{O_7}\))ফেরোসায়ানাইড (\(Fe{\left( {CN} \right)_6}\))ফেরিসায়ানাইড (\(Fe{\left( {CN} \right)_6}\))
নাইট্রাইট (\(N{O_2}\))জিঙ্কেট (\(Zn{O_2}\))
বাইকার্বনেট (\(HC{O_3}\))কার্বনেট (\(C{O_3}\))
বাইসালফেট (\(HS{O_4}\))সালফেট (\(S{O_4}\))
সালফাইট (\(S{O_3}\))
পারম্যাঙ্গানেট (\(Mn{O_4}\))সিলিকেট (\(Si{O_3}\))
ক্লোরেট (\(Cl{O_3}\))
অ্যালুমিনেট (\(A{l_2}{O_3}\))
অ্যামোনিয়াম (\(N{H_4}\))
সায়ানাইড (CN)
  • নাইট্রোজেন মৌল পাঁচ রকমের যোজ্যতা  দেখায়। নাইট্রোজেনের যোজ্যতা 1 থেকে 5 পর্যন্ত হতে পারে। এখানে পাঁচটি যৌগ দেওয়া হল যেখানে নাইট্রোজেনের যোজ্যতা 1, 2, 3, 4 ও 5।
যৌগসংকেতনাইট্রোজেনের যোজ্যতা
নাইট্রাস অক্সাইড\({N_2}O\)1
নাইট্রিক অক্সাইড\({N_2}{O_2}\) বা \(NO\)2
ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড\({N_2}{O_3}\)3
নাইট্রোজেন ডাই অক্সাইড\({N_2}{O_4}\) বা \(N{O_2}\)4
নাইট্রোজেন পেন্টঅক্সাইড\({N_2}{O_5}\)5
  • ফসফরাসের দুটি যোজ্যতা দেখা যায়। তাই ফসফরাস দুই ধরণের যৌগ গঠন করে।
যৌগসংকেতফসফরাসের যোজ্যতা
ফসফরাস ট্রাইক্লোরাইড\(PC{l_3}\)3
ফসফরাস পেন্টাক্লোরাইড\(PC{l_5}\)5
  • সালফারের তিনটি যোজ্যতার জন্য তিনটি যৌগ গঠন করে।

যৌগসংকেতসালফারের যোজ্যতা
হাইড্রোজেন সালফাইড\({H_2}S\)2
সালফার ডাইঅক্সাইড\({S_2}{O_4}\) বা \(S{O_2}\)4
সালফার ট্রাইঅক্সাইড\(S{O_3}\)6
  • একটি ধাতবধর্মী মূলক: \(NH_4^ + \)
  • শূন্য যোজ্যতার মৌল: সমস্ত নিষ্ক্রিয় মৌল:  \(He,Ne,Ar\) ইত্যাদি

No comments:

Post a Comment